কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজের উদ্ধারে ফায়ার সার্ভিস

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার গড়াই নদীতে শুক্রবার নৌকাডুবির ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া শহরের গড়াই নদীতে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।  আজ বিকেল পৌনে ৬টার দিকে শহরের ঘোড়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এতে ফাতেমা (১০) নামের এক শিশু নিখোঁজ আছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, আজ থেকে গড়াই নদীতে দুদিন ব্যাপী  নৌকাবাইচ খেলা শুরু হয়েছে। খেলা দেখতে বিকেলে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ঠিক পৌনে ৬টার দিকে নৌকাবাইচ খেলা চলা অবস্থায় অপর প্রান্ত থেকে পারাপারের জন্য  প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা কুষ্টিয়ার ঘোড়াঘাট  প্রান্তে ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। এতে নৌকায় থাকা সবাই সাঁতরে কিনারায় উঠলেও ফাতেমা নামের এক শিশু নিখোঁজ হয়। 

মেয়েটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে অভিযান চালাচ্ছে। প্রয়োজনে মেয়েটিকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি দল আনা হবে বলেও জানান এই কর্মকর্তা।