কুষ্টিয়ায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সহস্রাধিক ঘরবাড়ি

Looks like you've blocked notifications!
ঝড়ে ক্ষতিগ্রস্ত কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়নের সাদমান অ্যাগ্রোর পোল্ট্রি খামার। ছবি : এনটিভি

কুষ্টিয়ায় কয়েক মিনিটের কালবৈশাখীতে তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার সহস্রাধিক ঘরবাড়ি। উপড়ে গেছে অসংখ্য গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। বেশ কিছু সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে আছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ আছে বৈদ্যুতিক সংযোগ। দেয়ালচাপা পড়ে ও বাড়িঘর ভেঙে আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ শনিবার ভোর পাঁচটার দিকে কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে চলে ঝড়ের তাণ্ডব। পরে এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানান, ভোর পাঁচটার দিকে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশ। এর পরপরই মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সব। কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার প্রায় তিন শতাধিক কাঁচাপাকা ঘর বিধ্বস্ত হয়।

এসব এলাকায় গাছপালা উপড়ে যায়। ফলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অনেকে এখন খোলা আকাশের নিচে রয়েছেন।

দক্ষিণ মাগুরা গ্রামের মালা খাতুন জানান, কোনোমতে প্রাণে বাঁচলেও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব তিনি।

একই এলাকার দিনমজুর জমির উদ্দিন মাস দুয়েক আগে টিনের ঘর করেছিলেন। সেই ঘর মুহূর্তেই উড়িয়ে নিয়ে গেছে ঝড়। ভিটেমাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাঁর।

পাটিকাবাড়ি ইউনিয়নের সাদমান অ্যাগ্রোর সত্বাধিকারী মোহর আলী সাত বছর আগে ১২ কোটি টাকা ঋণ নিয়ে গড়েছেন পোল্ট্রি খামার। অল্পদিনেই দাঁড়িয়ে যায় তাঁর ব্যবসা। কিন্তু, শনিবার ভোরে মাত্র কয়েক মিনেটের ঝড় মুছে দিয়েছে তাঁর সব স্বপ্ন।

গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লাল্টু রহমান জানান, ঝড়ের তাণ্ডব চলে পুরো ইউনিয়নজুড়ে। সব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে ইউনিয়নবাসীর। সরকারি সহায়তা দাবি জানান তিনি। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফের হস্তক্ষেপ কামনা করেন।

দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত এলাকার মানুষ যাতে স্বাভাবিক পরিস্থিতিতে আসতে পারেন, সেই লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা এনটিভি অনলাইনকে জানান, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফের জরুরি নির্দেশে তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন। যেসমস্ত এলাকা ঝড়ের তাণ্ডব চলেছে, সেসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুত করে তাদের সহায়তা দেওয়া হবে।