কুষ্টিয়ায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা থেকে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ দুই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যা’ দাবি করেছে তাঁদের পরিবার।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা সর্দার গাড়া মাঠের নবুর বাগান সংলগ্ন পুকুর থেকে জীবন আলী (১৮) নাম এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জীবন দহকুলা বাজার পাড়ার মো. শুকুর আলির ছেলে। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত জীবনের মামা মো. রুহুল আমিন জানান, গতকাল বুধবার সন্ধ্যায় জীবন মাকে রান্নার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজির পর আজ সকাল ৯টার দিকে দহকুলা সর্দার গাড়া মাঠের নবুর বাগান সংলগ্ন পুকুর পাড়ে তাঁর মোটরসাইকেলটি পাওয়া যায়। এরপর পুকুরে থেকে জীবনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবিও করেন রুহুল আমিন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জীবনকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত মৃত্যুর রহস্য জানা যাবে।
এদিকে কুষ্টিয়ার খোকসায় হিরন শেখ নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত হিরন উপজেলার শিমুলিয়ার সিংহরিয়া গ্রামের আকমল শেখের ছেলে এবং রাজবাড়ী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি খোকসা হেলথ কেয়ার সেন্টারে ল্যাব অ্যাসিস্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
নিহত হিরনের মামা নিজাম উদ্দিন বলেন, ‘গতকাল বুধবার রাত ১১টার সময় স্থানীয় একজনের মাধ্যমে আমরা জানতে পারি, হিরন মারা গেছে। তাঁর মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আমরা হাসপাতালে গিয়ে মৃত্যুর কারণ জানতে চাইলে খোকসা হেলথ কেয়ার সেন্টারের মালিক সেলিম রেজা প্রথমে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিমের মৃত্যু হয়েছে। আমাদের সন্দেহ হলে আবার তাঁর কাছে মৃত্যুর সঠিক কারণ জানতে চাইলে তিনি বলেন—হিরন স্ট্রোক করে মারা গেছেন।’
নিজাম উদ্দিনের দাবি—হিরনের হাতে ও দুই পায়ের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ বিষয়ে খোকসা হেলথ কেয়ার সেন্টারের মালিক সেলিম রেজার সঙ্গে মুঠোফোনে বারবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান চৌধুরী এনটিভি অনলাইনকে জানান, হিরনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।