কুষ্টিয়ায় বিকাশ প্রতারকচক্রের তিন সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
কুষ্টিয়া পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এসপি খাইরুল আলম। ছবি : এনটিভি

বিকাশ প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া পুলিশ। শতাধিক মানুষের কাছ থেকে তারা বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে দাবি পুলিশের। এ চক্রের সদস্যরা অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নিত।

গ্রেপ্তারকৃতরা হলেন—আনোয়ার হোসেন, আশিক মণ্ডল ও রায়হান উদ্দিন।

আজ শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ লাইনসে পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এসপি খাইরুল আলম জানান, গ্রেপ্তার তিন জন চিহ্নিত প্রতারক চক্র। তিনি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়ভোগ গ্রামের ব্যবসায়ী রবিন আহম্মেদ প্রতারণার শিকার হলে কুষ্টিয়া পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিন জনকে মাগুরা জেলা থেকে গ্রেপ্তার করে।

এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ ও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।