কুড়িগ্রামে কারখানা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

Looks like you've blocked notifications!
কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি কারখানায় নিহত শ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পি। ছবি : এনটিভি

কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি কারখানায় মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ বলছে—ওই কারখানার আরেক শ্রমিক খোকন ইসলাম (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আজ সোমবার এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক বাপ্পি পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম (২২) দুজনেই জলিল বিড়ি ফ্যাক্টরিতে দৈনিক মজুরিতে কাজ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খোকন মাঈদুলকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অভিযুক্ত খোকন ইসলামের বাড়িও একই এলাকায়। ঘটনার পর পরই কৌশলে পালিয়ে যান তিনি।

এদিকে, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তসাপেক্ষে হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।