কুড়িগ্রামে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামে বিএনপির চেয়পারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করছে বিএনপি। ছবি : এনটিভি

কুড়িগ্রামে বিএনপির চেয়পারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে পৃথক পৃথকভাবে সমাবেশ করেছে দলটির আলাদা দুটি গ্রুপ। আজ সোমবার সকালে জেলা শহরের জাহাজ কোম্পানির মোড়ে সমাবেশ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রুহুল আমিন, শিক্ষাবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি নাছিম পারভেজ তারা প্রমুখ।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি করেন।

অন্যদিকে শহরের দাদামোড়ে বিএনপির কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, সহসাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার চিকিৎসা করতে বিদেশে না যেতে দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে নেত্রীকে বিদেশে যেতে দেওয়ার আহ্বান জানান বক্তারা।