কুড়িগ্রামে তিন দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান। ছবি : এনটিভি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে তিন দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দুপুরে কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভুরুঙ্গামারীতে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় ভুরুঙ্গামারীর জয়মনিরহাট বাজার এলাকার ভাই ভাই ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা, পণ্য বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করায় ভুরুঙ্গামারী বাজারের দুধকুমর ট্রেডার্সকে এক হাজার টাকা এবং একই অভিযোগে দুই ভাই স্টোরকে এক হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।

এ সময় নাগেশ্বরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তা অধিকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।