কুড়িগ্রামে বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলার পানি, দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামে দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে গত তিন দিনে ব্রহ্মপুত্র নদ ও ধরলা নদীর পানি পাল্লা দিয়ে বাড়ছে। আজ রোববার সকালে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। সেই সঙ্গে বানভাসী এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের তীব্র সংকট।

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিনে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৯টি উপজেলার ৩৫টি ইউনিয়নের অন্তত দেড়শটি গ্রামের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জানা গেছে, রৌমারী, উলিপুর ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতির বেশি অবনতি ঘটেছে। বন্যায় জেলার প্রায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফসলাদি নিমজ্জিত হয়েছে প্রায় তিন হাজার হেক্টর। নদীভাঙন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বানভাসী মানুষ।