কুড়িগ্রামে বিএনপির ‘ভোটাধিকার হরণ দিবস’ পালন

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে ‘ভোটাধিকার হরণ দিবস’ পালিত। ছবি : এনটিভি

কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে ‘ভোটাধিকার হরণ দিবস’ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি জহুরুল আলম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. হাসিফুর রহমান হাসিব, কোষাদক্ষ অ্যাডভোকেট রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক সামিনুর রহমান হিরা, পরিবার কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রঞ্জু, সাইয়েদ আহমেদ বাবু, গোলাম রব্বানি, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নাসিম পারভেজ তারা, পৌর যুবদল সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রকি, ছাত্রদল নেতা ইকবাল রাব্বি, জাকির হোসেন, বিপুল আহমেদ প্রমুখ।

বক্তারা গত ২০১৮ সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে নেওয়ায় সরকারের সমালোচনা করে বলেন, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে।

আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জনগণকে সম্পৃক্ত করে রাজপথ দখলে নেওয়ার আহ্বান জানান বক্তরা।