কুড়িগ্রাম-উলিপুর রেল ট্র্যাক সম্প্রসারণ কাজের উদ্বোধন
কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক নবায়ন এবং রেলস্টেশনের অ্যাপ্রোচ সড়ক ও পার্কিংসহ পুনর্নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই পুনর্নির্মাণকাজ উদ্বোধন করা হয়। উলিপুর রেলস্টেশনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এই কাজ উদ্বোধন করেন।
রেলওয়ে লালমনিরহাট বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম) আসাদুল হক।
আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমুখ।
কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর রেল স্টেশন পর্যন্ত চলাচলের জন্য মিটার গেজ স্টিল ও কাঠের স্লিপার রেল লাইন-১৯ কিলোমিটার, কুড়িগ্রাম স্টেশনে তিনটি এবং উলিপুর স্টেশনে একটি শাখা রেল লাইনের জন্য প্রায় ৩০ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা ব্যয়ে পুনর্নির্মাণকাজ করা হবে। দেড় বছর মেয়াদকালে এই কাজ বাস্তবায়ন করবে বিশ্বাস কনস্ট্রাকশন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে উলিপুর থেকে ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করতে পারবে। এতে কুড়িগ্রামবাসী স্বল্প খরচে রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবে।