কুয়াকাটায় ৫ ট্রলারডুবি, ১৬ জেলে নিখোঁজ

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ঝড়ের কবলে পড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। ‌এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে, সাগর উত্তাল থাকায় নিখোঁজদের উদ্ধারে নামতে পারছে না কোস্টগার্ড।

মহিপুর মৎস আড়ত মালিক সমিতির সভাপতি ও মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলু গাজী এসব তথ্য জানিয়েছেন।

ফজলু গাজী বলেন, ‘শুক্রবার সকালে ঝড়ের কবলে পড়ে দুটি ও বিকেলে আরও তিনটি মাছধরা ট্রলার পায়রা বন্দরের শেষ বয়া থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডুবে গেছে।’

ডুবে যাওয়া ট্রলারে ১৬ জন জেলে ছিলেন বলে জানান তিনি। তাঁরা সবাই নিখোঁজ রয়েছেন।

কোস্টাগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার সেলিম মণ্ডল বলেন, ‘আমরা ১৬ জন জেলে নিখোঁজের তথ্য শুনেছি। সাগরের আন্ধারমানিক পয়েন্টে আছি। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে নামতে পারছি না।’