‘কৃষকদের সুবিধায় সার ও ডিজেলে ভর্তুকি দিয়েছে সরকার’

Looks like you've blocked notifications!
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

কৃষকদের সুবিধার কথা চিন্তা করে সার ও ডিজেলে ভর্তুকি দিয়েছে সরকার। ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গতকাল সোমবার নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে বিজয়ী হওয়ার পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা দিয়েছিল। কৃষকদের সুবিধার্থে শেখ হাসিনার সরকারই দেশে সারের দাম কমিয়ে ৯০ টাকার সার ১৬ টাকা কেজিতে বিক্রির অনুমোদন করেন। ফলে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ সভাপতি ও কামরুল ইসলাম গাজী পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।