কৃষক শহীদুল হত্যায় প্রধান আসামি ৬ বছর পর গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

খুন করে ছয় বছর পালিয়ে থেকে অবশেষে ধরা পড়লেন রাজশাহীর তানোরের বহুল আলোচিত কৃষক শহীদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ময়েজ উদ্দিন (৫০)। আজ শনিবার ভোরে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মণ্ডলপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব ৫-এর সিপিসি-২ কোম্পানির উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষক শহীদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ময়েজ উদ্দিন। দুপুরের পর তাকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে। ময়েজ উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোরের বহরইল গ্রামে।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে তানোরের বহরইল গ্রামের কৃষক শহীদুল ইসলামের (৪১) মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শহীদুলের স্ত্রী সফেরা বেগম বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে ময়েজ উদ্দিন পলাতক ছিলেন। তদন্ত শেষে পুলিশ ময়েজ উদ্দিনকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে ছয় জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।