কৃষি উৎপাদনের কারণেই দেশ অনেকটা স্বস্তিতে : কৃষিমন্ত্রী

Looks like you've blocked notifications!
সচিবালয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। ছবি : এনটিভি

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষি উৎপাদনের সাফল্যের কারণেই করোনা পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ অনেকটা স্বস্তিতে রয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন ভালো হয়েছে বলেই দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হওয়ার পরও কোনো রকম খাদ্য সংকট হয়নি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে যোগদান করেন ওয়াহিদা আক্তার। একইসঙ্গে বিদায়ী কৃষিসচিব মো. সায়েদুল ইসলামকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।

এসময় কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের উৎপাদন বেড়েছে, এটি নিয়ে এখন আমরা স্বস্তিতে আছি। আমরা তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ দেশে উৎপাদন করতে কাজ করছি। এ বছর দেশে সরিষার রেকর্ড আবাদ হয়েছে, এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি উৎপাদন ও উন্নয়নে যে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে, সেটিকে শুধু অব্যাহত রাখা নয়, তাকে আরও বেগবান করতে কাজ করে যাব।