কেডিজেএফ এর সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক রিজভী
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ) ঢাকার নতুন কমিটিতে শেখ নজরুল ইসলাম সভাপতি এবং রিজভী নেওয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার (২৮ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন সংগঠনের সদস্যরা। ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ দিদার বখত ফলাফল ঘোষণা করেন।
সংগঠনের ৩৪৮ জন সদস্যের মধ্যে ২৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬টি ভোট বাতিল হওয়ায় বৈধ ভোট সংখ্যা ২৫৮টি। এর মধ্যে সভাপতি পদে শেখ নজরুল ইসলাম ১৬৯টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আশীষ কুমার দে পেয়েছেন ৮৪ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে রিজভী নেওয়াজ ১৬৭টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সাব্বির নেওয়াজ পেয়েছেন ৮৬ ভোট। শেখ নজরুল ইসলাম খবর সংযোগের সম্পাদক এবং রিজভী নেওয়াজ চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকায় কর্মরত খুলনা বিভাগের ১০ জেলা ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর এবং সাতক্ষীরার সংবাদকর্মীদের নিয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় কেডিজেএফ। প্রতিষ্ঠার পর এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে সংগঠটির কার্যনির্বাহী কমিটি গঠিত হলো।
তবে সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে অন্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের রোজিনা রোজী এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক কালবেলার শাহ নেওয়াজ খান সুমন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. বদিউজ্জামান ও সেলিমা শিউলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক দুটি পদে বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মুয়াজ ও মো. আরিফুজ্জামান মামুন। দপ্তর সম্পাদক পদে নাসির আহমাদ রাসেল, কল্যাণ সম্পাদ পদে আলিউল আজীম (রাজু), প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আবু আব্দুল্লাহ আল শাফী নির্বাচিত হয়েছেন।