বিএসএমএমইউ’র গবেষণা

‘কোভিডের বুস্টার ডোজ পাঁচগুণ অ্যান্টিবডি তৈরি করে’

Looks like you've blocked notifications!
কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার পর শরীরে পাঁচগুণ অ্যান্টিবডি তৈরি হয় বলে বিএসএমএমইউ’র এক গবেষণায় উঠে এসেছে। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর শরীরে পাঁচগুণ অ্যান্টিবডি তৈরি হয় বলে বিএসএমএমইউ’র এক গবেষণায় উঠে এসেছে।’

বিএসএমএমইউ-তে আজ বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণাপত্র নিয়ে কথা বলতে গিয়ে বিএসএমএমইউ’র উপাচার্য এ মন্তব্য করেন।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘করোনা টিকার দুই ডোজ নেওয়ার এক মাস পর ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে, ছয় মাস পর অ্যান্টিবডি কমে আসে, তবে বুস্টার ডোজ নেওয়ার পর আবার বাড়ে।’

শারফুদ্দিন আহমেদ জানান, ছয় মাস পর দুই ডোজ নেওয়াদের মধ্যে তরুণদের চেয়ে বয়স্কদের অ্যান্টিবডি বেশি পাওয়া গেছে। আর, দুই ডোজ নেওয়ার ছয় মাস পরে নারীদের অ্যান্টিবডি বেশি কমলেও বুস্টার নেওয়ার পর পুরুষের চেয়ে নারীদের দেহে অ্যান্টিবডি বেশি তৈরি হয়।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘কারও কম আছে, কারও একটু বেশি অ্যান্টিবডি বেড়েছে। সবকিছু মিলিয়ে বুস্টার ডোজ দেওয়ার পরে অ্যান্টিবডি পাঁচগুণ বেশি বেড়েছে। আমাদের দেশে প্রথমে আমরা টিকা দিয়েছি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। পরবর্তীকালে বুস্টার ডোজ দিয়েছি কিন্তু মর্ডানা ও ফাইজারের। এ দুটো মিক্স অ্যান্ড ম্যাক্স, ওয়ার্ড হেলথ অরগানাইজেশন বলেছে, অ্যান্টিবডির পরিমাণ বেড়ে যায়। এবং সেটাই আমরা পরীক্ষায় পেয়েছি।’