কোস্ট গার্ডের অভিযানে ১৯৫ মণ জাটকা জব্দ

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন খানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক থেকে এসব জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি : কোস্ট গার্ড

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে  সাত হাজার ৮০০ কেজি (১৯৫ মণ) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার পদ্মা সেতু সংলগ্ন খানবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করা হয়।

পরে দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন খানবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি করে আনুমানিক সাত হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জব্দ করা জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

খন্দকার মুনিফ তকি আরও বলেন, পরবর্তী সময়ে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।