ক্ষমতাসীনরা নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না : জি এম কাদের

Looks like you've blocked notifications!
রাজধানীর এফডিসি মিলনায়তনে আজ শুক্রবার দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ’ শীর্ষক ছায়া সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্যরা। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সঠিকভাবে হচ্ছে না। কারণ নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে। ভোটের নামে সহিংসতা হচ্ছে, খুনোখুনি হচ্ছে। জোর করে ভোটের বাক্স ছিনতাই করছে।

জি এম কাদের বলেন, ক্ষমতাসীনরা নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না। সহিংসতার জন্য মানুষ ভোটকেন্দ্রে যেতে চায় না। দেশের মানুষ ভোটের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।

জি এম কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোটের ব্যবস্থা ঠিক করতে হবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্র চর্চার প্রবেশদ্বার। সঠিকভাবে নির্বাচন হলেই গণতন্ত্র চর্চা সম্ভব হবে। নির্বাচন সঠিকভাবে হলেই সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র চর্চা হলেই সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, গণপরিবহণে হাফ ভাড়ার দাবিতে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে। ছাত্রদের জন্য হাফ ভাড়া আগেও ছিল। ছাত্রদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক, ছাত্রদের দাবি মেনে নেওয়া উচিত।

জি এম কাদের বলেন, পরিবহণ মালিক ও শ্রমিকরা যেন দেশকে জিম্মি করে ফেলেছে। সাধারণ যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছে শ্রমিকরা। অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের যেন কিছুই করার নেই।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে। টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিতরণ স্থায়ী সমাধান নয়। আবার কোনো বিষয়ে দীর্ঘদিন ভর্তুকি দেওয়াও সঠিক নয়।

ছায়া সংসদে সরকারি দল হয়ে বিতর্কে অংশ নেয় ড্যাফোডিল ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে অংশ নেয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।