কয়েল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে একটি মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক দ্বীন ইসলাম (৪৫) মারা গেছেন। ছয়দিন চিকিৎসাধীন থেকে আজ বৃহস্পতিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্রমিক দ্বীন ইসলাম জেলার নিকলী উপজেলার বাসিন্দা হলেও তিনি ভৈরব শহরের পঞ্চবটি এলাকায় ভাড়া বাড়িতে থেকে বিসমিল্লাহ নামে মশার কয়েল কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে ভৈরব শহরের পঞ্চবটি এলাকার বিসমিল্লাহ নামে ওই মশার কয়েল তৈরির কারখানায় আগুন লাগলে দ্বীন ইসলামসহ চার শ্রমিক দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় শ্রমিক দ্বীন ইসলামকেসহ তিনজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান।
মশার কয়েল কারখানার মালিক দুলাল মিয়া জানান, গত শুক্রবার বিকেলে কারখানায় আগুন লাগলে তিনজন দগ্ধ হয়। দ্বীন ইসলাম আজ ভোরে মারা যান। অন্য দুজন ভালো আছেন।