খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের ডাকে আধা বেলা অবরোধ

Looks like you've blocked notifications!
খাগড়াছড়িতে ইউপিডিএফ'র ডাকে আধা বেলা সড়ক অবরোধ চলছে। ছবি : এনটিভি।

খাগড়াছড়িতে চলছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ডাকা আধাবেলা সড়ক অবরোধ। আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) খাগড়াছড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সফরকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন ও ট্যাঙারে বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে গতকাল এ কর্মসূচি দেয় ইউপিডিএফ প্রসীত গ্রুপ।

রোববার ভোর ছয়টা থেকে বিভিন্ন সড়কে পিকেটিং করছে অবরোধ সমর্থকরা। এ দিকে অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে সাজেকগামী পর্যটকবাহী পরিবহন জেলা শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় পারাপার করা হচ্ছে। জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর টহল রয়েছে।

আজ রোববার দুপুর ১২ টায় শেষ হবে ইউপিডিএফ'র ডাকা আধাবেলা সড়ক অবরোধ।