খাগড়াছড়িতে ট্রাকচাপায় মা ও শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির রামগড়ে বালু বোঝাই বেপরোয়া ট্রাকের চাপায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি

খাগড়াছড়ির রামগড়ে বালু বোঝাই বেপরোয়া ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী মা ও শিশু মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৬টার দিকে রামগড়ের তৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান।

শিশুমেয়েসহ নিহত মা হলেন খাগড়াছড়ির রামগড়ের থলিবাড়ির সালেহ আহম্মদের স্ত্রী তাসলিমা বেগম ৩৫ এবং তাদের দুই বছরের কন্যাশিশু তান্না।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, রামগড় থেকে জালিয়াপাড়া যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। তৈচালা এলাকায় বিপরীত দিক থেকে বালু বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে সড়কে পড়ে যান মা ও শিশু তান্না। এ সময় তাদের পৃষ্ট করে পালিয়ে যায় ট্রাকটি।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত মা-শিশুর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।