খাগড়াছড়িতে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির পানছড়ি থানা। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, নদীর পাড়ে খেলতে গিয়ে শিশু পিবির চাকমা (২) পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার বোন পরসা চাকমা (১১) ও সুপন চাকমার মেয়ে জরজরি চাকমা (১৩) ডুবে যায় পানিতে। পিবির ও পরসা সত্যধনপাড়ার পুর্নসাধন চাকমার সন্তান।

পানছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান উদ্দিন জানান, কলেজ গেটের বৌদ্ধ মন্দির এলাকায় চেঙ্গী নদীতে শিশু ডুবে যাওয়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। শিশুদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম জানান, শিশুদের মৃতদেহ তাদের স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় হাসপাতালের অবহেলা আছে মনে করে এলাকাবাসী হট্টগোল করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। বর্তমানে হাসপাতালে পুলিশ মোতায়েন করা আছে।