খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

Looks like you've blocked notifications!
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো মুক্তির মেয়াদ বাড়ল বিএনপির চেয়ারপারসনের। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের আবেদনে প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করেছেন। কোর্টে নির্ধারিত যে শর্ত ছিল, সে অনুযায়ী সময়কাল ছয় মাস বৃদ্ধি করা হচ্ছে। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।

দুটি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেওয়া হয়েছিল। এরপর পাঁচ দফায় তাঁর সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।