‘খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ নেই, তবে…’
আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘ফৌজদারী আইনে দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। তাঁর সাজা কমানোর কোনো সুযোগ নেই। তবে তিনি দণ্ড মওকুফ বা স্থগিতের আবেদন করলে রাষ্ট্রপতি সেটা বিবেচনা করতে পারেন।’
আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
খালেদা জিয়ার আইনজীবীরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খালেদা জিয়াকে অযৌক্তিকভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী আদালত তাঁর সাজা কমিয়ে তাঁকে মু্ক্তি দিতে পারেন।’ সরকারের বাধার কারণে আদালত খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপির আইনজীবীরা।
বিএনপি ও খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী ওই মন্তব্য করেন। আইনমন্ত্রী আরো বলেন, ‘আমার জানামতে ফৌজদারি আইনে খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ নেই। তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন করলে রাষ্ট্রপতি সেটা বিবেচনা করে দেখতে পারেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। সরকার মানবাধিকার রক্ষা করেই কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘দেশে বাকস্বাধীনতা ও মতপ্রকাশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। সবক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। কোন অবস্থাতেই বিচারহীনতার সংস্কৃতি রাখতে চায় না সরকার।’

নিজস্ব প্রতিবেদক