খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না : মায়া
গায়ে এক ফোঁটা রক্ত থাকতে খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলাকারী ও হামলা পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মায়া বলেন, ‘অমাবস্যা-পূর্ণিমা হলে এখনো সারা শরীরে ব্যথা ওঠে, রক্তবমি হয়, চোখ ফুলে যায়। এখনো শরীরে ২১ আগস্টের গ্রেনেডের স্প্লিন্টার। অনেকে বলে মরে গেলেই ভালো। রাতে ঘুমাতে পারি না ১৮ বছর। আর ওই খুনি পরিবার রাজনীতি করে বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়। গায়ে এক ফোঁটা রক্ত থাকতে খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না।’
নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে নেতাকর্মীদের ভালো ব্যবহার করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আগামী নির্বাচন আওয়ামী লীগের বাঁচা মরার নির্বাচন।’ এ সময় তিনি নেতাকর্মীদের নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি মীমাংসারও তাগিদ দেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে মায়া বলেন, ‘ষড়যন্ত্র কত প্রকার ও কী কী তা যদি শিখতে চান, তাহলে জিয়া পরিবার থেকে শিখতে পারবেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ২১ আগস্ট বাংলাদেশ আহত-নিহত পরিবারের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ আলম মুরাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোরশেদ কামাল, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসমা ফেরদৌস প্রমুখ।