খুনিদের রাজনীতি করার সুযোগ নেই : বাহাউদ্দিন নাছিম

Looks like you've blocked notifications!
আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি ও ২১ আগস্টের খুনিরা এখন অভিন্ন শক্তি। এই খুনিদের বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তারা এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য উসকানিমূলক বক্তব্য দেয়, উসকানিমূলক কথাবার্তা বলে।’

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আজ শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাহাউদ্দিন নাছিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি জামায়াত সন্ত্রাসীদের কুরুচিপূর্ণ বক্তব্য, হত্যার হুমকি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আজকে যখন বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, তখন তারা শেখ হাসিনাকে হত্যার কথা বলছে। কী তাদের উদ্দেশ্য, কী তাদের লক্ষ্য? তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়নের বিপক্ষে দাঁড়ানো।’

বিএনপিকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার আহ্বান জানিয়ে নাছিম বলেন, ‘যদি সন্ত্রাসী কথাবার্তা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাহলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।