খুলনায় বাসচাপায় ইমাম ও মুয়াজ্জিন নিহত

Looks like you've blocked notifications!
খুলনায় বাসচাপায় নিহত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার। ছবি : এনটিভি

খুলনার হরিনটানার রাজবাঁধ এলাকায় বাসচাপায় মসজিদের ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম (২২) ও মুয়াজ্জিন মো. বিল্লাল হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর প্রতিবাদে এলাকাবাসী খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে।

নিহত হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো. কাওছার হোসেনের ছেলে এবং বিল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।

এলাকাবাসী জানায়, শরিফুল ইসলাম ও বিল্লাল হোসেন রাজবাঁধ থেকে মাদানীনগর মাদ্রাসায় যাওয়ার জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী বাস তাঁদের চাপা দেয়। এত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাজবাঁধ এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। 

এ প্রসঙ্গে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঘাতক বাস এবং চালককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।