খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের কালীগঞ্জ যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি : এনটিভি

ঝিনাইদহের কালীগঞ্জ যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ রোববার (১৫ জানুয়ারি)  রাত পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণও জানা যায়নি।

কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান শেখ জানান, গোয়ালন্দঘাট থেকে খুলনাগামী যাত্রীবাহী গোয়ালনন্দ লোকাল ট্রেন কোটচাঁদপুর-কালীগঞ্জ এলাকার সুন্দরপুর নাম স্থানে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর গোটা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার আরও জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যাত্রীরা নিরাপদে অন্য যানবাহনে গন্তব্যে চলে গেছে। 

ঈশ্বরদী থেকে উদ্ধার যান আসার পর লাইনচ্যুত বগি দুটি সম্পূর্ণরুপে উদ্ধার করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। আনুমানিক রাত ১২টার পরে খুলনার সঙ্গে ফের রেল যোগাযোগ শুরু হতে পারে বলে আশা করেছেন তিনি।