খুলনায় ওসি অপসারণের দাবিতে সড়ক অবরোধ, পুলিশসহ আহত ৫

Looks like you've blocked notifications!
খুলনা খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ ও স্থানীয় যোগিপোল ইউনিয়ন চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

খুলনা খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ ও স্থানীয় যোগিপোল ইউনিয়ন চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহতের ঘটনা ঘটে। পরে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু হয়। রাত ৮টার দিকে তা প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের আশ্রয়প্রশ্রয়ে যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান বেপরোয়া হয়ে উঠেছেন। এসব ঘটনার প্রতিবাদে আজ ফুলবাড়ীর দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।

বিক্ষোভকারীরা জানান, রাত ৮টার দিকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল রানা, যুবলীগ মহানগর সভাপতি শফিকুর রহমান পলাশ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আশ্বাস দিলে রাত সোয়া ৮টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। এর আগে অবরোধ চলাকালে দুই গ্রুপের সংঘর্ষে এসআই শিবপ্রসাদসহ দুজন আহত হন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক বাবুল রানা এনটিভি অনলাইনকে জানান, আজ বিকেলে আওয়ামী লীগ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এই সময় থানা যুবলীগের আহ্বায়ক এবং যোগিপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন সমর্থকরা সমাবেশে হামলা করলে ৫ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। ওসি অপসারণের আশ্বাস এবং হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারী নেতাকর্মীরা।’

বাবুল রানা আরও বলেন, ‘যোগিপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’