খুলনায় কিশোর গ্যাং ‘কিং অব রূপসা’র ১০ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
খুলনায় কিশোর গ্যাংয়ের গ্রেপ্তারকৃত ১০ সদস্য। ছবি : এনটিভি

র‌্যাব-৬-এর অভিযানে খুলনা মহানগরীর একটি কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে র‌্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

র‍্যাবের দাবি, ‘কিং অব রূপসা’ নামের কিশোর গ্যাংয়ের এসব সদস্য নগরীতে ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। তাদের পরিবারের অভিভাবকরাও এসব কিশোর অপরাধীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। র‌্যাবের অভিযানে গ্রেপ্তারের পর অনেক অভিভাবক র‌্যাবকে সাধুবাদ জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো লবণচরা থানার আল আমিন সড়ক সুইচগেট এলাকার মো. শাহীন হাওলাদার (১৭), মোক্তার হোসেন সড়কের শফিকুল ইসলাম অপু (১৭), মো. পলাশ হাওলাদার (১৭), মো. মেহেদী হাসান রিমন (১৭), হৃদয় শেখ (১৭), মো. হৃদয় (১৬), মো. মিরাজুল ইলাম রাতুল (১৭), শিপ ইয়ার্ড মোড় এলাকার মো. রাতুল ইসলাম জিসান (১৫), কাদের ভাণ্ডার গলির মো. মৃদুল হাসান তনু (১৭) এবং ইসলামবাগ সড়কের মো. ফেরদৌস গাজী (১৭)।

র‌্যাব-৬-এর অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, গতকাল দিবাগত গভীর রাতে সদর কোম্পানির একটি অভিযানিক দল নগরীর রূপসা সেতু এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এসব সদস্যকে গ্রেপ্তার করে। সদর কোম্পানি কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাদের কাছ থেকে মাদক, ধারালো চাকুসহ নানা ধরনের অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

অপর এক অভিযানে খুলনার বাগমারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামি মো. মেহেদী হাসান হৃদয়কে (২০) গ্রেপ্তার করে র‌্যাব ৬-এর সদর কোম্পানি। আসামি হৃদয়ের বাড়ি টুটপাড়া আমতলা এলাকায়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে। 

সম্মেলনে উপস্থিত ছিলেন উপঅধিনায়ক মেজর মাসুদ হায়দার, সদর কোম্পানি কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম, সদর কোম্পানি স্কোয়াড কমান্ডার লে. মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক লিগ্যাল ও মিডিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশীদ।