খুলনায় কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Looks like you've blocked notifications!
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ছবি : এনটিভি

খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে গত ৩ জুলাই কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় বন্যাদুর্গতদের সহায়তার জন্য এবার সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ব্যয় সাশ্রয় করে সেই অর্থ বন্যাদুর্গত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বন্যাদুর্গত এলাকায় এনটিভির ত্রাণ তৎপরতার প্রশংসা করেন। এ ছাড়া তিনি এনটিভির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, ‘এনটিভি দেশের উন্নয়নের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে  বলেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।’ তিনি আগামীতে এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ ছাড়া সাংবাদিকতা নিয়ে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রফিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক কাউন্সিলর অধ্যাপক রুনু বিথার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল রানা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা প্রমুখ।

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি শ্যামল সিংহ রায়, বিএনপির মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, ইসলামী আন্দোলনের শেখ নাসির উদ্দিন প্রমুখ।

এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির, তথ্য অধিদপ্তর খুলনার উপপ্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, টিভি রিপোর্টার্স ইউনিটের সভাপতি মাল্লিক শুধাংশু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ, সিনিয়র সাংবাদিক কাজী মোহাতার রহমান বাবু, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, প্রথম আলোর শেখ আল এহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব শেখ হেদায়েত হোসেন,  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশিনের শামীমুজ্জামান, ডিবিসি নিউজের আমিরুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের হেদায়েত উল্লা, তৌহিদুল ইসলাম তুহিন, খুলনা সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ইসাহাক সোহেল, খুলনা টিভি ক্যামের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা, এনটিভি দর্শক ফোরামের আহ্বায়ক হুমায়ুন কবীর বাবুল, সদস্য সচিব তরিকুল ইসলাম তরিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল মোবাইল ফোনে এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়বকে অভিনন্দন জানান এবং এনটিভির সাফল্য কামনা করেন।