খুলনায় গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

Looks like you've blocked notifications!
খুলনায় বিভাগীয় গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। ছবি : এনটিভি

আগামী ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আজ সোমবার দুপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।

আজ দুপুরে কে ডি ঘোষ রোড, স্যার ইকবাল রোডসহ কালীবাড়ি এলাকায় এই লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

লিফলেটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  মুক্তির দাবি, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় সোনালী ব্যাংক চত্বরে গণসমাবেশে যোগদানের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিএনপি ৯টি বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। যার প্রথমটি চট্টগ্রামে এবং দ্বিতীয়টি ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। শেষ সমাবেশটি আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশকে মহাসমাবেশ ঘোষণা দিয়েছে দলটি।  

ঘোষিত এ কর্মসূচির অন্য সমাবেশগুলো হবে আগামী ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায়। এর আগে প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। এসব কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হওয়ায় নেতাকর্মীরা এখন অনেকটা উজ্জীবিত।