খুলনায় ঘূর্ণিঝড়ে ২৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

Looks like you've blocked notifications!
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমান। ছবি : এনটিভি

খুলনায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রূপসা নদী ও ভৈরব নদের জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে গত ২৪ ঘণ্টা নিম্নাঞ্চল তলিয়ে ছিল। এতে প্রায় তিন লাখ হেক্টর রোপা আমন ক্ষেতের মধ্যে ২৩ হাজার ৭৭৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার রাতেও খুলনার টুটপাতা, মতিয়াখালী, গগনবাবু রোড এলাকায় জলাবদ্ধতা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭২ মিলিমিটার। যার কারণে এই জলাবদ্ধতা ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রূপসা নদী ও ভৈরব নদে সাধারণ জোয়ারে যে পরিমাণ পানি থাকে ঘূর্ণিঝড়ের কারণে আজ ভাটার সময় পানির উচ্চতা তেমন ছিল। জোয়ার আর বৃষ্টির পানি নামতে না পারায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হাফিজুর রহমান বলেন, ‘খুলনা অঞ্চলে প্রায় তিন লাখ হেক্টর রোপা আমন ক্ষেতের মধ্যে ২৩ হাজার ৭৭৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।’