খুলনায় বাম জোটের ৬ নেতাকর্মীকে ছেড়ে দিলো পুলিশ

Looks like you've blocked notifications!
খুলনায় বাম জোটের আধাবেলা হরতাল থেকে ছয় জনকে আটক করে পুলিশ। ছবি : এনটিভি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালের সমর্থনে মিছিল করার প্রস্তুতিকালে সকালে ছয় জনকে আটকের পর বিকেলে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টায় নগরীর স্যার ইকবাল রোডে ডায়বেটিক হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায় মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, নিরোজ রায়, মো. রাসেল ও কিংশুক।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘বাম গণতান্ত্রিক জোটের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে।’

বাম জোটভুক্ত দলগুলোর কার্যালয়সহ নগরীর বিভিন্ন জায়গায় সোমবার বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। তবে হরতালে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। যান চলাচল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমও ছিল স্বাভাবিক।