খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে ১৪ গ্রামের মানুষ
সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ওসমান গনি।
আজ রোববার ভোর ৪টার দিকে ভাটার সময় চরামুখা খালের গোড়ার উত্তর পাশের এলাকায় কপোতাক্ষ নদে হঠাৎ করে ভয়াবহ ভাঙনে প্রায় তিনশ হাত নির্মাণাধীন বেড়িবাঁধ নদী গর্ভে বিলিন হয়ে যায়। সকাল ১০টার পর থেকে কপোতাক্ষের জোয়ারের লবণাক্ত পানি ঢুকছে। এর ফলে ১৪টি গ্রামের ঘর-বাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
ইউপি সদস্য ওসমান গনি বলেন, ‘ভোর ৪টার দিকে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙেছে। ওয়াপদায় (ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি) বেড়িবাঁধের কাজ চলছিল। হঠাৎ নদীভাঙনে বেড়িবাঁধ ভেঙে গেছে। জোয়ারের সময় যেভাবে পানি ঢুকবে, তাতে বেদকাশি ইউনিয়নের ১৪টি গ্রাম তলিয়ে যাবে। এসব গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে। ভাঙন দেখা দেওয়ায় এসব মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।’
এ ব্যাপারে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম ঘটনাটি স্বীকার করে জানান, এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলছিল। কিন্তু, এবার ভাটার ভাঙনে এ বেড়িবাঁধ ভাঙন সৃষ্টি হয়। স্থানীয় স্বেচ্ছাশ্রমে পুনর্নির্মাণ কাজ চললেও পানির চাপে ভাঙন আরও বৃদ্ধি পেয়েছে।’