‘খুলনা দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Looks like you've blocked notifications!
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ‘খুলনা দিবস’ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি : এনটিভি

খুলনা জেলার ১৩৯ বছর পূর্তিতে ‘খুলনা দিবস’ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আজ সোমবার সকাল ১০টায় শিববাড়ি মোড়ের কেডিএ ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। শোভাযাত্রায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব শেখ মোহাম্মদ আলীসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বেশ কয়েক বছর ধরে ২৫ এপ্রিল বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ‘খুলনা দিবস’ পালন করে আসছে।