গণসমাবেশে সাধারণ মানুষও অংশ নিচ্ছে : মোশাররফ

Looks like you've blocked notifications!
আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ অতিথিরা। ছবি : এনটিভি

বিএনপির গণসমাবেশে শুধু বিএনপির কর্মীরাই নয়, সাধারণ মানুষও অংশ নিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভায় তিনি এ দাবি করেন।

আজ সোমবার দুপুরে শহরের একটি হোটেলে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, এ সরকার সবক্ষেত্রে ব্যর্থ, যে কারণে সমাবেশ করতে বাধা দিচ্ছে। বিএনপির গণসমাবেশে শুধু বিএনপির কর্মীরাই নয়, সাধারণ মানুষও অংশ নিচ্ছে। এ সরকারকে আর সাধারণ মানুষ ক্ষমতায় দেখতে চাচ্ছে না।

জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বরকত উল্লাহ ভুলু, কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি, কর্নেল আনোয়ারুল আজিম প্রমুখ। 

গণসমাবেশে কুমিল্লা উত্তর, দক্ষিণ, মহানগর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবে।