গাইবান্ধায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

Looks like you've blocked notifications!
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাভার্ডভ্যানচাপায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা ও ইনসেটে নিহত তিনজনের মরদেহ। ছবি : এনটিভি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের পলাশবাড়ী উত্তর বাসস্ট্যান্ড এলাকার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. ইমরান জানান, গোবিন্দগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে সাদুল্লাপুরের ধাপেরহাটের দিক যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি পলাশাবাড়ী উত্তর বাসস্ট্যান্ড এলাকায় পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোরিকশার চালক এবং এক নারীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে এক শিশুসহ চারজন গুরুতর আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে একজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।