গাইবান্ধায় বাস-অটোরিকশার সংঘর্ঘে ৬ জন নিহত

Looks like you've blocked notifications!
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, কামারদহ ইউনিয়নের মাস্তা এলাকার টুকু আমিন (৬৫), সোহাগ (২২), গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়া এলাকার আশরাফ আলী (৭০), ৬ নম্বর ওয়ার্ডের মৃত সন্তোষ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস, শিবপুর এলাকার আব্দুল বাকীর ছেলে রিপন (৩২)। নিহত অপর এক ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অপরদিক থেকে আসা হানিফ পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন এবং আহত হন আরও পাঁচ জন। পরে আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক আরও তিন জনকে মৃত ঘোষণা করেন।

এরই মধ্যে মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।