গাজীপুরে পাওয়ার গ্রিডে আগুন, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পাওয়ার গ্রিডে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সার্কিট ব্রেকার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ঘটনার পর থেকে শহরের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড ঘটে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে গেছে সার্কিট ব্রেকারসহ অন্যান্য মালামাল।
গাজীপুর ফায়ার সাভিসের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার আসারফ হুসেন জানান, ওই গ্রিডে অগ্নি নির্বাপণের ব্যবস্থা খুবই নাজুক।