গাজীপুরে বিএনপির দুই পক্ষের হামলায় প্রস্তুতি সভা পণ্ড

Looks like you've blocked notifications!
কেন্দ্রীয় বিএনপির আগামী ৪ মার্চের পদযাত্রা কর্মসূচির সফল করতে গাজীপুর মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভা দুই পক্ষের হামলায় পণ্ড হয়ে গেছে। ছবি : এনটিভি

কেন্দ্রীয় বিএনপির আগামী ৪ মার্চের পদযাত্রা কর্মসূচির সফল করতে গাজীপুর মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভা দুই পক্ষের হামলায় পণ্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা চলাকালে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এই হামলা ও সংঘর্ষের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ককটেলেরও বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।

মহানগর বিএনপির প্রবীণ নেতা মীর হালিমুজ্জামান ননীর সভাপতিতে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, বিএনপি দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।