গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত

Looks like you've blocked notifications!
গাজীপুরের শ্রীপুরে আজ বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্টে নিহত তিন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া এলাকায় আরমাদা স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার মনোয়ার হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, লোহার রড বহুতল ভবনের ছাদে তোলার সময় উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শ ঘটে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘চিৎকার শুনে কারখানায় এসে দেখি তিনজন রডের সঙ্গে ঝুলে আছেন। এরপর আমরা কয়েকজন তাদেরকে রড থেকে ছাড়াতে চেষ্টা করি। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইব্রাহিম খান বলেন, ‘এই কারখানায় ৬০ জন নির্মাণ শ্রমিক কাজ করছেন। আজ সকালে দুর্ঘটনায় তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

আরমাদা স্পিনিং মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে আমি কারখানায় এসে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান মিয়া বলেন, ‘ঘটনাস্থলে এসে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’