গাজীপুরে ২০০০ লিটার সয়াবিন তেল উদ্ধার, দুই লাখ টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
গাজীপুরে দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার। ছবি : এনটিভি

গাজীপুরে দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার এবং দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দল। আজ মঙ্গলবার বোর্ড বাজার এলাকা থেকে এ তেল উদ্ধার ও জরিমানা করা হয়।

বোর্ড বাজারে একটি গোডাউনে সয়াবিন তেল মজুদ রাখার খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকার একটি আভিযানিক দল আজ বোর্ড বাজারের মেসার্স মনির ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়। এ সময় বিভিন্ন সাইজের প্যাকেটজাত দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই তেলের ৫ লিটারের প্রতি বোতল ৫৬০ টাকা করে এবং অন্য সাইজের তেল আনুপাতিক দামে স্থানীয় জনতার কাছে বিক্রি করে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও আব্দুল জব্বার মণ্ডল। অভিযানের সময় বিপুল উৎসুক জনতার ভিড় জমে যায়।