গাজীপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার র্যাব-১-এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জয়নাল আবেদীন (৪৩)। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন নরহরিপুর এলাকায়। তার কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুটি মোবাইল ফোনসেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১ জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী মোড় এলাকার মেসার্স আল মদিনা টেইলার্সের সামনে গতকাল মধ্যরাতে মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করছে—এমন গোপন সংবাদ পেয়ে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এবং সিনিয়র এএসপি জি এম মাজহারুল ইসলামের নেতৃত্বে র্যাব-১-এর সদস্যরা সেখানে অভিযান চালিয়। পরে ২৮ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীনকে (৪৩) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুটি মোবাইল ফোনসেট ও নগদ দুই হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের দাবি, জয়নাল ও তার সঙ্গীরা দীর্ঘদিন দরে চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুরের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল।