গুজব ছড়ানোর অভিযোগে ৪ ভুয়া সাংবাদিকসহ ৭ জন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে চার ভুয়া সাংবাদিকসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। ছবি : এনটিভি

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে চার ভুয়া সাংবাদিকসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। তাদের বিরুদ্ধে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় র‌্যাব-৯ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম এ বিষয়টি জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আশফাকুর রহমান, আলাউদ্দিন আলাল, রেজা হোসাইন, সোহেল আহমদ, আবুল কাশেম, রাজন আহমদ ও মুক্তার হোসেন মান্না।

লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম জানান, গত ২২ জুলাই সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ায় এরা। এর মধ্যে কথিত সাংবাদিক রয়েছে অন্তত চারজন। তারা ফেসবুকভিত্তিক পেজ সিলেটের সময় টিভি, সিলেট এন্টারটেনমেন্টের মাধ্যমে গুজব ছড়ায়। আগুন লাগার ভুয়া সংবাদে আতঙ্কিত হয়ে পড়ে সিলেট নগরবাসী। পরে বিষয়টি নজরে এনে র‍্যাব-৯ অনুসন্ধান চালিয়ে সিলেট জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, এ ধরনের ভুয়া সাংবাদিক এবং গুজবকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।