গুলশানে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Looks like you've blocked notifications!

রাজধানীর গুলশানের কোকাকোলা মোড় এলাকায় বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৩৫) নামের আহত যুবক মারা গেছেন। রাস্তা পারাপার হওয়ার সময় ভিক্টর ক্লাসিক পরিবহণের একটি বাসের ধাক্কায় তিনি আহত হন। শুক্রবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এর পর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার দুপুরে গুলশান থানার পরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ করছে গুলশান থানা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। এ ঘটনায় ধাক্কা দেওয়া ওই বাসটি জব্দ করা হয়েছে। বাসটি থানায় রয়েছে। নিহতের ভাই ফারুক হোসেন সড়ক পরিবহণ আইনে একটি মামলা করেছেন। তবে, বাসের চালক বা চালকের সহকারী কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

নিহতের পরিবারের বরাত দিয়ে অনিন্দ্য তালুকদার বলেন, ‘ফারুক হোসেন বলেছেন, শফিকুল ইসলাম মানসিক ভারসাম্যহীন। সেজন্য তাঁর ভাই মামলাও করতে চাইছিলেন না। যদিও পরে মামলা করেন।’