গুলিস্তানে বিস্ফোরণ : আরও দুজনের মরদেহ উদ্ধার
রাজধানীর গুলিস্তানের পাশে নর্থসাউথ রোডের সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবন থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ মরদেহ উদ্ধার করতে দেখা গেছে। এরপর মরদেহটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল নেওয়া হয়। তবে তাৎক্ষণিক মৃতদের পরিচয় জানা যায়নি।
এদিকে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দশজন ভর্তি রয়েছেন।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানের দক্ষিণপাশে নর্থসাউথ রোডের সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
লাশ দুটি উদ্ধার করার পর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, রাজউকসহ অনেকেই ভবনটিকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এ ভবনের মধ্যে আমরা দুটি লাশ শনাক্ত করি এবং উদ্ধার করি। আমরা প্রায় দুই ঘণ্টার অভিযানের পর লাশ উদ্ধার করেছি। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ভেতরে লক কাটা যন্ত্র ছাড়া আর কিছুই ব্যবহার করতে পারিনি। আমাদের কাছে তিনটি লাশের তথ্য ছিল। আমরা দুটি লাশ পেয়েছি। এরপর আমরা ভবন মালিকের সঙ্গে কথা বলব, আর কোনো মিসিং আছে কি না দেখব।