গুলিস্তানে বিস্ফোরণ : ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

Looks like you've blocked notifications!
গুলিস্তানের সিদ্দিকবাজারে গতকাল মঙ্গলবার বিকেলে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। ছবি : এনটিভি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। ‌আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে এ ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ বুধবার (৮ মার্চ) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (জনসংযোগ) শাহাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। ‌‌

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত এবং কয়েকজন নিখোঁজ হয়েছেন।