গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
গোপালগঞ্জে শহরের নতুন বাজার রোডে প্রতিপক্ষের হামলায় আহত মো. হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত হাবিবুর রহমান বেদগ্রাম এলাকার মো. কামরুল মোল্লার ছেলে। তিনি বড়বাজারে ইজারার ব্যবসা করতেন।
হামলার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার সকাল ৮টার দিকে (৩১ ডিসেম্বর ২০২২) গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে মো. হাবিবুর রহমানকে ডেকে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে তাঁকে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে (১ জানুয়ারি ২০২৩) সেখানে তার মৃত্যু হয়।
নিহত মো. হাবিবুর রহমানের বাবা মো. কামরুল মোল্যা বলেন, ‘আমার বড় ভাই ইউনুস মোল্লার সঙ্গে বসতবাড়ির জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব ও মামলা চলে আসছিল। সেই ঘটনার জের ধরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’
নিহত মো. হাবিবুর রহমানের মামা মিজান মোল্লা জানান, থানাপাড়া এলাকার কিছু যুবকের সঙ্গে হাবিবের দ্বন্দ্ব চলে আসছিল। এই কারণে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয়। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তিনি বলতে পারেননি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ বিষয়ে সাতজনের নাম উল্লেখ করে নিহত মো. হাবিবুর রহমানের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা করা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’