গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণচেষ্টা, বিচার দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণচেষ্টার বিচার দাবিতে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, অফিসার সমিতির সাধারণ মিরাজ সিকদার প্রমুখ বক্তব্য দেন।

অভিযোগ থেকে জানা যায়, এই ঘটনায় এক আইনজীবী জড়িত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। গত শুক্রবার বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ওই দিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে ওই আইনজীবীর (৪৫) বিরুদ্ধে বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেন।